প্রসেনজিতের সঙ্গে ফকিরদাস কুমার

তাপস পালের পর চলে গেলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুক অভিনেতা ফকিরদাস কুমার। প্রায় ১৩৯টি সিনেমা ও ১৩০টি নাটকে অভিনয় করেছেন ফকির দাস কুমার। বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমারের সঙ্গে ‘জয়জয়ন্তী’, ‘বিকেলে ভোরের ফুল’, ‘রাতের রজনীগন্ধা’, ‘কায়াহীনের কাহিনী’, ‘দুই পুরুষ’, ‘মৌচাক’ সহ ১৪টি ছবিতে অভিনয় করেছেন তিনি।

গ্রামের কেষ্ট যাত্রা দিয়ে অভিনয় শুরু করেছিলেন ফকিরদাস কুমার। পূর্ব বর্ধমানের মেমারির সেনগ্রামের বাসিন্দা ফকিরদাস কুমারের মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি রেখে গেলেন তাঁর তিন পুত্র, দুই কন্যা, নাতি-নাতনি সহ অসংখ্য গুণমুগ্ধদের। ফকিরদাস কুমারের পুত্র কৃষ্ণাশীষদাস কুমার জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গত কয়েক দিন ধরে তিনি বর্ধমানের একটি নার্সিংহোমে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়।


Like Us On Facebook