পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর সোমবার থেকে কাঁকসার সমষ্টি উন্নয়ন কার্যালয়ে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র তোলার কাজ শুরু হল। তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিএম সহ বিভিন্ন দলের প্রার্থীরা এদিন মনোনয়নপত্র তোলেন। আগামী ৯ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র তোলার কাজ চলবে। সোমবার মনোনয়নপত্র তোলাকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে কাঁকসা ব্লক উন্নয়ন কার্যালয়ে কড়া পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়। এদিকে কাঁকসার বিভিন্ন এলাকায় শাসক ও বিরোধী যুযুধান দুই পক্ষের কর্মীরা দলীয় প্রার্থীদের সমর্থনে দেওয়াল লিখন শুরু করে দিয়েছেন।
কাঁকসার তৃণমূল কংগ্রেস নেতা পল্লব বন্দোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত দাবি করে বলেন, সোমবার থেকে আমরা দেওয়াল লিখন শুরু করে দিলাম। সকালে দেওয়াল লিখন, বিকালে দলীয় প্রার্থীদের সমর্থনে বাড়ি বাড়ি প্রচার করব। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই কাঁকসায় প্রচারের ঝড় উঠবে বলে দাবি পল্লব বন্দোপাধ্যায়ের।
বিজেপির পশ্চিম বর্ধমান জেলার সহ-সভাপতি মনোহর কোনার বলেন, কেবলমাত্র কাঁকসা ব্লক নয়, মানুষ নিজের ভোট নিজে দিতে পারলে গোটা পশ্চিম বর্ধমান জেলায় বিজেপির জয় নিশ্চিত হবে। তাই গ্রাম বাংলার হাল ফেরাতে ভোটের দিনের জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় আছেন বলে দাবি মনোহরবাবুর।