.
শুক্রবার পুলিশ কর্মীদের ভ্যাকসিন দেওয়া হবে, তাই পুলিশ কর্মীদের মধ্যে যাতে কোন রকম ভয়, ভীতি বা সন্দেহ না থাকে তা নিশ্চিত করতে বৃহস্পতিবার কাঁকসা থানা প্রাঙ্গণে পুলিশ কর্মীদের নিয়ে বৈঠক করলেন পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিএমওএইচ বিপ্লব মন্ডল। তিনি জানিয়েছেন, শুক্রবার পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রায় ১০০জন পুলিশ কর্মীকে করোনার ভ্যাকসিন দেওয়া হবে। ভ্যাকসিন নেওয়া নিয়ে পুলিশ কর্মীদের সচেতন করতে আজ এই উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি যাদের মনে ভ্যাকসিন নিয়ে নানান প্রশ্ন রয়েছে সেই সমস্ত প্রশ্নগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিএমওএইচ বিপ্লব মন্ডল ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য কর্মীরা ও কাঁকসা থানার ভারপ্রাপ্ত আইসি অর্ণব গুহ সহ থানার আধিকারিকরা।
Like Us On Facebook