বর্ধমান জেলা পুলিশ শনিবার ২৮ তম জাতীয় পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে এক পদযাত্রা বের হয় বর্ধমানের স্পন্দন কমপ্লেক্স থেকে বর্ধমান টাউন হল পর্যন্ত। এই পদযাত্রায় অংশ নেন ১২টি স্কুলের ছাত্র-ছাত্রী সহ শিক্ষক-শিক্ষিকা, সিভিক পুলিশ, ট্রাফিক পুলিশ ও অন্যান্য বিশিষ্টজনেরা। পদযাত্রার শেষে বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে পথ নিরাপত্তা নিয়ে একটি আলোচনা চক্রের আয়োজন করা হয় বর্ধমান টাউন হলে। এদিন পথ নিরাপত্তা সপ্তাহের প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করলেন বর্ধমানের পুলিশ সুপার  কুণাল আগরওয়াল সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য্য। পুলিশ সুপার তাঁর সংক্ষিপ্ত ভাষণে বলেন পথ দুর্ঘটনা কমাতে আমরা বিশেষ উদ্যোগ নিয়েছিলাম এবং তার ফলও মিলেছে। বর্ধমান জেলায় ১৫ শতাংশ পথ দুর্ঘটনা কমাতে আমরা সফল হয়েছি। এছাড়াও তিনি জানান শহরে বাইক রেস বন্ধ করতে কড়া পদক্ষেপ নিতে চলেছেন।