বৃহস্পতিবার বর্ধমানের স্টেশন সংলগ্ন বর্ধমান পুরসভার সামনে ‘মাস্ক আপ’ শীর্ষক কর্মসূচির উদ্বোধন হল জেলা পুলিশের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন সহ অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায়, ডিএসপি হেড কোয়ার্টার সৌভিক পাত্র, বর্ধমান সদর থানার আই সি সুখময় চক্রবর্তী, সেকেন্ড অফিসার সঞ্জয় রায় প্রমুখরা।

এদিন জেলা পুলিশ সুপার বলেন, মাস্ক ব্যবহারের ক্ষেত্রে চরম গাফিলতি দেখা যাচ্ছে পথ চলতি সাধারণ মানুষদের মধ্যে। মাস্ক ব্যবহারের নিয়ম হল, মাস্ক দিয়ে নাক মুখ ভালো করে ঢেকে রাখা। কিন্তু সেটা অনেকেই করছেন না বলে পুলিশ সুপার জানান। তিনি বলেন, ‘অনেকেই মাস্ক দিয়ে শুধু মুখ টুকু ঢেকে রাখেন নাকটা খোলা থাকে, অনেকে আবার মাস্ক টাকে থুতনির কাছে রাখেন। এটা ঠিক নয়।’ মাস্কটা সঠিক ভাবে ব্যবহার করার পরামর্শ দেন পুলিশ সুপার। এদিন এই কর্মসূচিতে পথ চলতি সাধারণ মানুষদের দেওয়া হয় মাস্ক। পাশাপাশি নাইট কারফিউ নিয়ে সচেতন করা হয় সাধারণ মানুষকে।

Like Us On Facebook