প্রতীকি ছবি

.

গোপন সূত্রে খবর পেয়ে মেমারির সোনাড়া গ্রামে একটি কারখানায় হানা দিয়ে প্রচুর পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি তৈরির বারুদ ও অনান্য সামগ্রী আটক করলো মেমারি থানার পুলিশ। অবৈধভাবে বাজি কারখানা চালানোর অভিযোগে গ্রেফতার কারখানার মালিক। ধৃতের নাম দাউদ রহমান সেখ। বাড়ি মেমারির সোনাড়া গ্রামে। মঙ্গলবার ধৃতকে বর্ধমান আদালতে তোলা হয়। সোমবার রাতে মেমারি থানার পুলিশ বাজি কারখানাটিতে হানা দেয়। পুলিশ বাজি তৈরির নানান সরঞ্জাম সহ বেশ কিছু নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করে। বাজি তৈরির বৈধ কাগজপত্র দেখাতে না পারায় কারখানার মালিক দাউদ রহমানকে গ্রেফতার করে পুলিশ।

Like Us On Facebook