দেশ জুড়ে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে পাবজি (প্লেয়ার আননোনস ব্যাটেল গ্রাউন্ডস) মোবাইল গেম। বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে এই গেমের প্রতিযোগিতা। রবিবার মেমারির একটি লজে আয়োজন করা হয়েছিল এক নকআউট পাবজি টুর্নামেন্টের। পুলিশের কোন অনুমতি ছাড়াই এন্ট্রি-ফি নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল বলে অভিযোগ।
জানা গেছে, প্রতিযোগিতার উদ্যোক্তারা মাথা পিছু ৬০টাকা করে এন্ট্রি-ফি নিয়েছিলেন। একটি টিমে চার জন করে খেলতে পারবেন এবং চ্যাম্পিয়ান টিমকে ১৫০০০ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। বেশ কিছুদিন ধরে মেমারি জুড়ে এর প্রচার চালিয়ে ভালই সাড়া পেয়েছিলেন উদ্যোক্তারা। রবিবার সকাল থেকেই কয়েকশো প্রতিযোগী হাজির হয়েছিলেন টুর্নামেন্টে অংশ নিতে। গেস্ট হাউস সাজিয়ে টেবিল পেতে শুরু হয়েছিল প্রতিযোগিতা।
এদিকে, বিনা অনুমতিতে এন্ট্রি-ফি নিয়ে পাবজি টুর্নামেন্টের আসর বসানোর খবর পেয়ে গেস্ট হাউসে হাজির হয় মেমারি থানার পুলিশ। প্রতিযোগিতা বন্ধ করে দেয় পুলিশ। উদ্যোক্তাদের কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ।