জুয়ার আসর থেকে ১৫ জনকে গ্রেফতার করল মেমারি থানার পুলিশ। মেমারির মায়েরকোল পাড়ার পরিত্যক্ত স্টার সিনেমা হল থেকে জুয়া খেলার অপরাধে তাঁদের ধরা হয়। ধৃতদের কাছ থেকে ৫০ হাজার ৪৭৫ টাকা উদ্ধার করে পুলিশ। ধৃতদের শুক্রবার বর্ধমান আদালতে তোলা হয়।

গোপন সূত্রে খবর পেয়ে মেমারি থানার পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে মেমারির মায়েরকোল পাড়ার পরিত্যক্ত স্টার সিনেমা হল থেকে ১৫ জন জুয়াড়িকে হাতেনাতে ধরে। প্রচুর তাস ও ৫০ হাজার ৪৭৫ টাকা উদ্ধার করে পুলিশ। ওই জায়গায় জুয়াড়িরা প্রায়ই জুয়ার আসর বসাতো বলে স্থানীয় মানুষজনের অভিযোগ। খবর পেয়ে পুলিশ জুয়াড়িদের হাতেনাতে ধরার অপেক্ষায় ছিল। এদিন গোপন সূত্রে জুয়ার ঠেক শুরু হওয়ার কবর পেয়েই অভিযানে নামে মেমারি থানার পুলিশ এবং হাতেনাতে ধরে জুয়াড়িদের।

Like Us On Facebook