জুয়ার ঠেকে হানা পুলিশের গ্রেফতার ৭, মেমারি থানার তালচিনি ডিভিসি পাড়ার ঘটনা। পুলিশ সূত্রে জানা গেছে, মেমারির তালচিনি ডিভিসি পাড়ায় বড়ো মাপের জুয়ার আসর বসেছে বলে পুলিশ গোপন সূত্রে খবর পায়। তারপর সেখানে হানা দেয় মেমারি থানার পুলিশ। জুয়ার আসর থেকেই পুলিশ ৭ জনকে গ্রেফতার করে। বাজেয়াপ্ত করা হয় নগদ ৮২,০৪০ টাকা, ৭ টি বাইক, জুয়ার বোর্ড, ৮ টি মোবাইল, গ্যাস বাতি ও আরও কিছু খুচরো কয়েন। ধৃতদের রবিবার বর্ধমান আদালতে তোলা হবে। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে ওই এলাকায় জুয়ার আসর বসছিল। সর্বশ্রান্ত হচ্ছিল এলাকার বেশ কিছু পরিবার। এই নিয়ে বেশ কয়েকদিন ধরেই এলাকায় ক্ষোভ সৃষ্টি হচ্ছিল। পুলিশের এই উদ্যোগে খুশি স্থানীয়রা।
Like Us On Facebook