আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ৬ ফেব্রুয়ারি নারী সুরক্ষায় বিশেষ অ্যাপ ‘অভয়া‘ উদ্ধোধন করেন পুলিশ কমিশনার সুকেশ জৈন। এই অ্যাপ মোবাইলে ডাউনলোড করে ব্যবহারকারী রেজিস্ট্রেশন করে রাখলে আপদকালীন অবস্থায় মহিলারা স্থানীয় থানা ও পুলিশ কন্ট্রোল রুমে জরুরি বার্তা পাঠাতে পারবেন। বর্তমানে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন স্কুল-কলেজ এই অভয়া অ্যাপের কার্যকারিতা এবং ব্যবহারবিধি নিয়ে প্রচার চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা।
শনিবার সকালে দুর্গাপুরের কাঁকসা উচ্চ বালিকা বিদ্যালয়ে কাঁকসার এসিপি সন্দীপ কারার এবং কাঁকসা থানার আইসি অর্ণব গুহ স্কুলের ছাত্রীদের অভয়া অ্যাপ সম্পর্কে অবহিত করেন। এবং কিভাবে অভয়া অ্যাপ সবরকম বিপদে মহিলাদের সাহায্য করবে তা হাতে কলমে শেখান। অভয়া অ্যাপ সম্পর্কে বিস্তারিত জেনে স্কুলের ছাত্রীদের মধ্যেও উৎসাহ দেখা যায়। স্কুলের ছাত্রী নিকিতা রাউত বলে, ‘অভয়া অ্যাপ এখন আমাদের নির্ভয়ে পথ চলার সাথী হল।’
এই অ্যাপ ব্যবহার করার জন্য ব্যবহারকারীকে ‘গুগল প্লে’ থেকে এই অ্যাপ মোবাইলে ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে রাখতে হবে। এরপর মহিলারা রাস্তা-ঘাটে কোন সমস্যায় পড়লে অ্যাপে থাকা একটি লাল এসওএস বাটনে তিনবার ট্যাপ করলেই বাটনটি সবুজ হয়ে যাবে এবং অ্যাপ ব্যবহারকারী যে অসুবিধায় পড়েছেন সেই বার্তা ব্যবহারকারীর রিয়েলটাইম লোকেশান সহ কাছাকাছি থানা, সংশ্লিষ্ট এসিপি এবং পুলিশ কন্ট্রোল রুমে পৌঁছে যাবে। এরপর পুলিশের পক্ষ থেকে অসুবিধায় পড়া মহিলার কাছে সাহায্য পৌঁছে যাবে।