পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে উল্টে গেল ওভারলোডেড বালি বোঝাই ট্রাক। জিটি রোডের উপর ঘটনাটি ঘটেছে মেমারির দেবীপুর মোড়ের কাছে। ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় মানুষজন পুলিশকে আটকে বিক্ষোভ দেখায় এবং রাস্তা অবরোধ করে। মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বুঝিয়ে-সুঝিয়ে অবরোধ তোলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেমারি থানার পুলিশ নুদিপুরে ওভারলোডেড বালির ট্রাক ধরতে অভিযানে নামে। পুলিশ বেশ কয়েকটি গাড়িকে আটকও করে। এরইমধ্যে একটি বালি বোঝাই ট্রাককে দ্রুতগতিতে আসতে দেখে পুলিশকর্মীরা সেটিকে আটকনোর চেষ্টা করে, কিন্তু ট্রাকটি গতি বাড়িয়ে চলে যায়। এরপর পুলিশ ট্রাকটির পিছনে ধাওয়া করে এবং দেবীপুরে রাস্তায় ব্যরিকেড দিয়ে ট্রাকটিকে আটকানোর চেষ্টা করে। ট্রাকটি ব্যারিকেড ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরে উল্টে যায়। ঘটনায় ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী পুলিশকে আটকে বিক্ষোভ দেখান। পরে পুলিশ ক্ষুব্ধ মানুষজনকে বুঝিয়ে-সুঝিয়ে অবরোধ তোলে।

Like Us On Facebook