ফের কাঁকসায় পুলিশের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ল। সোমবার কাঁকসার রূপগঞ্জে সিআইডির গাড়ি দুর্ঘটনার কবলে পড়ার আটচল্লিশ ঘন্টার মধ্যে বুধবার রাতে কাঁকসা থানার পুলিশের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ল। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়াল।
জানা গেছে, কাঁকসা থানার একটি গাড়ি বুধবার মধ্যরাতে মলানদিঘী শিবপুর রোড ধরে যাওয়ার সময় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির চালক একটি ডাম্পারের পিছনে ধাক্কা মারলে তিন সিভিক ভলান্টিয়ার সহ গাড়ির চালক গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে গাড়ির চালক বাসুদেব বিশ্বাসকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অপর তিন আহত সিভিক ভলান্টিয়ারের মধ্যে চিন্ময় শীল ও পবন দাসের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। একই এলাকায় মাত্র দুই দিনের মধ্যে পরপর দুটি পুলিশের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ায় পুলিশ কর্মীদের মধ্যেও চাঞ্চল্য ছড়ায়। ডিসি (পূর্ব) অভিষেক মোদী ও কাঁকসার এসিপি বিমল বৈরাগ্য ঘটনাস্থল পরিদর্শন করেন। ডিসি অভিষেক মোদী বলেন ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।