বাইক চুরি চক্রে নাম জড়ালো পান্ডুয়া থানার এক সিভিক ভলান্টিয়ারের। ওই সিভিক ভলান্টিয়ার সহ ৩ জনকে গ্রেফতার করল ভাতাড় থানার পুলিশ। বিভিন্ন সময়ে চুরি যাওয়া ৭ টি বাইক উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের শনিবার বর্ধমান আদালতে তোলা হয়।
ধৃত মিঠুন রায় পান্ডুয়া থানার সিভিক ভলান্টিয়ার। বাড়ি হুগলীর পান্ডুয়া থানার ঘোমী গ্রামে। অপর ধৃত কার্তিক রায়েরও বাড়ি ঘোমী গ্রামে। ধৃত মাসুম সেখের বাড়ি মঙ্গলকোটের আউ গ্রামে। আদালত কার্তিক রায় ও মাসুম সেখের তিন দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করে। জানা গেছে, গত তিন সপ্তাহে ভাতাড় বাজার ও সংলগ্ন এলাকা থেকে তিনটি বাইক চুরি যায় তারই তদন্তে নেমে আসে এই সাফল্য। এই চক্রে আরও কেউ জড়িত কিনা বা এই চক্র আরও কোনো বাইক চুরি করেছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
Like Us On Facebook