আতসবাজি বিক্রি করার অভিযোগে ২ জনকে গ্রেফতার করল ভাতাড় থানার পুলিশ। ধৃত ব্যক্তিদের নাম রাম ঘোষ ও বাপি মন্ডল। রাম ঘোষের বাড়ি আমারুনে এবং বাপি মন্ডল এওরার বাসিন্দা। আজ ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়।
করোনা পরিস্থিতিতে বাজি বেচা-কেনা নিষিদ্ধ করেছে হাইকোর্ট। তা সত্ত্বেও বিভিন্ন জায়গায় লুকিয়ে-চুরিয়ে চলছে বাজির কারবার। পুলিশ গোপন সূত্র খবর পায় ভাতাড়ের আমারুন এবং এওরা গ্রামে রাম ঘোষ ও বাপি মন্ডল বাজি বিক্রি করছেন। খবর পেয়ে পূর্ব বর্ধমান জেলার ভাতাড় থানার পুলিশ গতকাল রাতে বাজির বিরুদ্ধে অভিযান চালায়। আমারুন ও এওরা গ্রাম থেকে ওই দুই ব্যক্তিকে প্রায় ১৮ কিলো শব্দবাজি সহ গ্রেফতার করে ভাতাড় থানার পুলিশ।
Like Us On Facebook