কাঁকসার জাঠগড়িয়ায় পেপার মিলের বর্জ্যে আগুন থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া কান্ডে গ্রামবাসীরা অসুস্থ হয়ে পড়ায় বুধবার দুর্গাপুর মহকুমা প্রশাসন প্রশাসনিক তদন্ত শুরু করল। দুর্গাপুরের মহকুমা শাসক শঙ্খ সাঁতরা এখবর জানান বর্ধমান ডটকমকে। মহকুমা শাসক বলেন, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও পুলিশ আলাদা ভাবে তদন্ত করছে। দূষণ পর্ষদ ও পুলিশি তদন্তের রিপোর্ট জমা পড়লে প্রশাসন পেপার মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

মঙ্গলবার রাতেই পাইনেক্স পেপার মিলের ম‍্যানেজারকে পুলিশ গ্রেফতার করে বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করে। পাশাপাশি স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে কারখানা মালিকের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে নতুন করে কেউ আর অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া যায়নি পেপাল মিলের পার্শ্ববর্তী গ্রামগুলি থেকে। তবুও মঙ্গল বার রাতে পেপার মিলের বর্জ্যের স্তুপে আগুন থেকে নির্গত ধোঁয়ায় নাভিশ্বাস ওঠা অভিজ্ঞতার আতঙ্ক পিছু ছাড়ছে না কাঁকসার জাঠগড়িয়ার মানুষকে।


Like Us On Facebook