কাঁকসার ডাক বাংলো মোড়ের বাসস্টান্ডের কাছে একটি ৪০৭ পিক আপ ভ্যানের সঙ্গে একটি রড বোঝাই ভ্যানোর মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়। জানা গেছে পিক আপ ভ্যানটিতে কালীপদ সাহা ও জয়ন্তী সাহা নামের দুই আরোহী বোলপুর থেকে দুর্গাপুরের দিকে আসছিলেন, একই সময় উল্টোদিক থেকে একটি রড বোঝাই ভ্যানো এসে পড়ায় মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষের মধ্যে পড়ে যান বাসস্টান্ডে দাঁড়ানো সনৎ মাডি নামের এক অপেক্ষারত যাত্রী। জানা গেছে তিনি বরালের বাসিন্দা। আশ্চর্য্যজনকভাবে ভ্যানোর চালকের কোন আঘাত লাগেনি। আহতদের অবস্থা আশঙ্কাজনক, দুর্গাপুর মহকুমা হাসপাতালে তাঁদের ভর্তি করা হয়েছে। পুলিশ গাড়িগুলি আটক করেছে।
Like Us On Facebook