কাঁকসায় পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ এলাকার প্রায় ৬০ জন বাসিন্দা। ঘটনাটি কাঁকসার ২ নম্বর কলোনি এলাকার। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। অসুস্থদের কাঁকসা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।

জানা গেছে, বৃহস্পতিবার কাঁকসার ২ নম্বর কলোনি এলাকার হরিমন্দিরে রাসপূর্ণিমা উপলক্ষে আয়োজিত হরিনাম সংকীর্তনে উপস্থিত মানুষজনকে চিরের প্রসাদ দেওয়া হয়। কয়েকশো ভক্ত ওই চিড়ে প্রসাদ খান। বৃহস্পতিবার রাতেই এলাকার কয়েকজন অসুস্থতা বোধ করতে থাকেন। শুক্রবার সকাল থেকে এক এক করে অসুস্থ হতে শুরু করে এলাকার বহু মানুষ। তাঁদের কাঁকসা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে আসেন কাঁকসার বিডিও, স্বাস্থ্যকর্মী সহ কাঁকসা থানার পুলিশ। অসুস্থদের অনেককেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বেশ কয়েকজনকে ভর্তি করা হয়।



Like Us On Facebook