গত কয়েক দিনের প্রবল বৃষ্টিপাতের জেরে বাদাম চাষে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানালেন চাষীরা। কাঁকসার সিলামপুর, গাংবিল সহ আশেপাশের এলাকার যে সমস্ত চাষীরা দামোদর নদের চরে বাদাম চাষ করেছিলেন তা এখন দামোদর নদের জলের তলায়। গত কয়েকদিনের ভারী বৃষ্টির ফলে দুর্গাপুর ব্যারেজ থেকে দামোদর নদে জল ছাড়া হয়। দামোদরের জলে জলমগ্ন কাঁকসার সিলামপুর, আইমা, গাংবিল সহ আশপাশের এলাকায় দামোদর নদের চরে বাদাম চাষের ক্ষেত।
কৃষকেরা জানিয়েছেন, শতাধিক এখানে কৃষক আলু চাষ করেছিলেন। কিন্তু আলু চাষে তেমন লাভ না হওয়ার ফলে ঋণ নিয়ে তাঁরা বাদাম চাষ করেছিলেন। এরপর প্রাকৃতিক দুর্যোগ ও দামোদরের জলে জলমগ্ন হয়ে নষ্ট হতে বসেছে কয়েকশো বিঘা বাদাম চাষের জমি। ফলে ব্যাপক ক্ষতির মুখে চাষীরা। শেখ ইমতিয়াজ নামের এক চাষী জানিয়েছেন, তিনি ঋণ নিয়ে চার বিঘা জমিতে বাদাম চাষ করেছিলেন, কিন্তু দামোদর নদের জলে সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে। ফলে ঋণ কিভাবে তিনি মেটাবেন সেই নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। তিনি জানিয়েছেন, বেশ কিছু মানুষের পাট্টা রয়েছে এবং অধিকাংশ মানুষের পাট্টা নেই, ফলে তাঁরা ক্ষতিপূরণ পাবেন কিনা, সেই নিয়ে চাষীদের মধ্যে সংশয় দেখা দিয়েছে। খাদেম মোহর আলী খান জানিয়েছেন, ৩০ থেকে ৪০ জন মানুষের জমির পাট্টা রয়েছে। বাকি সকলেরই জমির কোন পাট্টা নেই। সরকার যদি চাষীদের পাশে দাঁড়ায় তবে উপকৃত হবে বহু চাষী। তিনি জানিয়েছেন, যে পরিমাণে বাদাম গাছ নষ্ট হয়েছে তার আনুমানিক মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা।