.
শহীদ সেনা জওয়ানদের শনিবার শ্রদ্ধা জানানো হল পানাগড় সেনা ছাউনিতে। পাশাপাশি শহীদদের পরিবারের সদস্যদেরও সন্মান জানানো হয়। ১৯৭১ সালের যুদ্ধে পাকিস্থানের সেনাবাহিনীকে পর্যুদস্ত করেছিল ভারতের সেনাবাহিনী। বাংলাদেশের মুক্তিযুদ্ধের জয়ের দিনটি বিজয় দিবস হিসেবে স্মরণীয়। গত ১৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী বর্ষের সূচনা করেন। মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ওই দিন সেনাবাহিনীর হাতে ৪টি মশাল তুলে দেন দেশের প্রধানমন্ত্রী। এই মশাল দেশের বিভিন্ন প্রান্ত পরিক্রমা শুরু করেছে। শনিবার ঝাড়খণ্ড থেকে পানাগড় সেনা ছাউনিতে এসে পৌঁছায় একটি মশাল। পূর্ব বর্ধমানের দুই প্রাক্তন সেনা জওয়ান যারা ১৯৭১ সালের যুধ্যে সাহসের সঙ্গে লড়াই করেছিলেন, এদিন ঝাড়খন্ড থেকে আসা মশালকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানের সূচনা করেন দুই প্রাক্তন সেনা জওয়ান। এসএস নন্দী ও জয়দীপ সামন্ত। অনুষ্ঠানে দেশাত্মবোধক গানের মাধ্যমে নানান অনুষ্ঠানের সাথে শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে পানাগড় সেনা ছাউনির উচ্চ পদস্থ অফিসারেরা ছাড়াও উপস্থিত ছিলেন বর্ধমান পূর্বের সাংসদ সুনীল কুমার মন্ডল সহ শহীদ জওয়ানদের পরিবারের সদস্যরা ও বিশিষ্ট জনেরা।