মেমারিতে উদ্বোধন হল ‘পথসাথী’ মোটেল। মেমারি পুরসভা ও রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হয়েছে এই মোটেল। পথচলতি মানুষের জন্য ন্যায্য মূল্যে থাকা ও খাওয়ার সুবন্দোবস্ত করতেই চালু করা হল এই মোটেল। সোমবার এই মোটেলের উদ্বোধন করেন বর্ধমান দক্ষিণের মহকুমাশাসক অনির্বাণ কোলে। উপস্থিত ছিলেন মেমারি পুরসভার পৌরপতি, উপপৌরপতি সহ কাউন্সিলররা।

রাজ্য সরকারের উদ্যোগে বিভিন্ন রাজ্য ও জাতীয় সড়কের পাশে পথ চলতি মানুষের জন্য ন্যায্য মূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা করতে তৈরি করা হচ্ছে মোটেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মোটেলগুলির নাম দিয়েছেন – পথসাথী। মেমারিতে প্রায় ৩কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হয়েছে এই পথসাথী মোটেল। মোটেলে পরিষেবা দেওয়ার দায়িত্ব পেয়েছে মেমারির একটি মহিলা স্বয়ম্ভর গোষ্ঠী। জানা গেছে, দৈনন্দিন থাকা খাওয়ার পাশাপাশি শীঘ্রই এই মোটেল বিভিন্ন অনুষ্ঠানের জন্যও ভাড়া দেওয়া হবে।




Like Us On Facebook