.

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে এবং কাঁকসা থানার পরিচালনায় এক দিবশীয় ফুটবল প্রতিযোগিতার পর এক দিবশীয় ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন হলো মঙ্গলবার কাঁকসার ত্রিলোকচন্দ্র পুর গ্রামের উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া ময়দানে। এদিন মোট ৮ টি দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। ফাইনালে ওঠে বেলডাঙ্গা স্পোর্টিং ক্লাব ও প্যান্থার ক্লাব। বেলডাঙ্গা স্পোর্টিং ক্লাবকে হারিয়ে জয়ী হয় প্যান্থার ক্লাব। এদিন খেলার সূচনা করেন কাঁকসা থানার আই সি সন্দীপ চট্টরাজ ও এসিপি কমল দাস বৈরাগ্য। খেলার শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন কাঁকসা থানার পুলিশ আধিকারিকরা।

Like Us On Facebook