তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধে কড়া বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের শিল্পাঞ্চল শীর্ষ নেতৃত্ব। শনিবার কাঁকসার হাইস্কুল মাঠে অনুষ্ঠিত পঞ্চায়েত রাজ সম্মেলনে তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীদের কড়া বার্তা দেন আসানসোলের মেয়র তথা বিধায়ক জীতেন তেওয়ারি ও পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি শিবদাসন।

বৃহস্পতিবার রাতভর কাঁকসার বনকাটিতে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বে মারধর ও বাড়ি ভাঙচুরে চার জন আহত হন। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের নিচু তলার কর্মীদের একজোট হয়ে বিরোধী দলের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিয়েছেন দলনেত্রী। ইতিমধ্যে বৃহস্পতিবার ফের কাঁকসায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বে তুমুল লড়াই বেধে যায়। আসানসোলের মেয়র জীতেন তেওয়ারি ও পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি শিবদাসন নিচু তলার কর্মীদের আসন্ন পঞ্চায়েত নির্বাচন গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে নিজেদের মধ্যে লড়াই না করে বিরোধী দলের বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের আহ্বায়ন জানান। রাজনৈতিক মহল গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ করতে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে দলের এই ওয়ার্নিং যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন।


Like Us On Facebook