পানাগড় বাজার, রেলপাড়, আমলাজোড়া, চাকতেঁতুল ও মানাচরের হাজার হাজার মানুষের পানাগড় ও কাঁকসা যাতায়াতের একমাত্র পথ পানাগড়-সিলামপুর রাজ্যসড়ক। এই রাস্তা খানাখন্দে ভরে উঠেছিল। দীর্ঘদিন ধরেই এলাকার মানুষজন রাস্তাটির সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন। শেষমেশ এলাকাবাসীর দাবি মেনে শুরু হয়েছে রাস্তা সংস্কারের কাজ।
পানাগড়-সিলামপুর রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি এলাকার মানুষ। পাশাপাশি সংস্কারের কাজ চলায় ওই রাস্তায় যানজটের সৃষ্টি হচ্ছে। নিত্যদিন ওই রাস্তা দিয়ে যাতায়াত করেন বহু মানুষ, যাতায়াত করে ছোট থেকে বড় বিভিন্ন যানবাহন। রাস্তা তৈরির কাজ চলায় যানজটে আটকে থাকতে হচ্ছে অনেককেই। আর এতেই সমস্যায় পড়েছেন স্থানীয়রা। বিকল্প রাস্তা না থাকায় যথাসময়ে নিজেদের গন্তব্যে পৌঁছনোর জন্য সময়ের আগেই বাড়ি থেকে বের হচ্ছেন মানুষজন।
Like Us On Facebook