গ্রাম থেকে বহুদূরে একটি নির্জন এলাকায় ঘন জঙ্গলের মধ্যে প্রাচীন একটি শিলাখন্ড যমরাজ হিসেবে পূজিত হচ্ছেন। বৃহস্পতিবার যমরাজের ওই মন্দিরে মহাসমারোহে যমরাজের পূজো হয়। স্থানীয় গ্রামবাসীরা দলবেঁধে এসে পরিবারের মঙ্গল কামনায় পুজোপাঠ করে প্রসাদ ও খিচুড়ি ভোগ ভক্তিভরে নেন।

মন্দিরের পুরোহিত গৌতম চক্রবর্তী বলেন, ‘কথিত আছে বহু বছর আগে এক ব্যক্তি গরু চরাতে গিয়ে কোন ভাবে ওই নির্জন এলাকায় এসে পড়েন এবং ওই এলাকার নির্জনতা ভাঙায় তাঁকে সতর্ক করতে জঙ্গলের গাছ ভেঙে পড়ে ও তিনি এক আকাশবাণী শুনতে পান। কোন ক্রমে প্রাণে বেঁচে গ্রামে ফেরেন ওই গো-পালক। রাতে স্বপ্নাদেশে ওই ব্যক্তি জানতে পারেন ওই শিলাখন্ড আসলে স্বয়ং যমরাজ। গো-পালক জঙ্গলের নির্জনতা ভাঙায় তাঁকে সতর্ক করেন যমরাজ। এই ঘটনার খবর সেই সময় মুখে মুখে ছড়িয়ে পড়তেই ওই নির্জন জায়গায় মানুষজন যাওয়া বন্ধ করে দেন। সেই রীতি আজও চলে আসছে।’ দুর্গাপুর-ফরিদপুর ব্লকের ঝাঁঝরায় নির্জন ঘন জঙ্গলে ঘেরা এলাকায় আজও যমরাজ পূজিত হন। যমরাজের সঙ্গে অন্যান্য দেবতারাও পূজিত হন। বর্তমানে ওই স্থানে মন্দির নির্মাণ করা হয়েছে। এলাকার বাসিন্দারা পরিবারের মঙ্গল কামনায় আজও এখানে এসে বছরের একদিন ভক্তিভরে পুজো দেন এবং প্রসাদ গ্রহণ করেন।



Like Us On Facebook