৭৯ বছরে পদার্পণ করলো পানাগড় বাজারের মিত্র সংঘের দুর্গাপুজো। গণেশ চতুর্থী উপলক্ষ্যে আজ খুঁটিপুজোর মাধ্যমে পুজো আয়োজনের সূচনা করা হয়। পুজোর বাজেট এবছর ৭লক্ষ টাকা করা হয়েছে। দিল্লির লোটাস টেম্পলের অনুকরণে মণ্ডপ এবং সাবেকি মূর্তি থাকছে। মূর্তি আনা হবে কোলকাতার কুমারটুলী থেকে।
তবে করোনা আবহে সরকারের সমস্ত বিধি নিষেধ মেনেই এবছর পুজোর আয়োজন করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। ক্লাবের সদস্য উত্তম কেশ জানিয়েছেন, এবছর পুজোর আয়োজন করা হলেও সামাজিক দূরত্ব বজায় রেখেই দর্শনার্থীরা দূর থেকেই দেবীকে দর্শন করতে পারবেন। মণ্ডপে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার রাখা থাকবে। পুজোর আয়োজন করা হলেও অন্যান্য সমস্ত অনুষ্ঠান বাতিল করা হয়েছে এবছর। ক্লাবের সভাপতি গোপাল চন্দ্র বিশ্বাস বলেন, ‘এবছর করোনার জন্য সকল সদস্যদের ডাকা হয় নি। জনা কয়েক সদস্য নিয়েই খুঁটি পুজোর আয়োজন করেছেন তাঁর। বিশ্ব থেকে যাতে দ্রুত করোনা মুক্ত হয় মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে এবং সব কিছু যাতে ফের স্বাভাবিক হয় সেই প্রার্থনা নিয়েই এবছর তারা পুজোর আয়োজন করেছেন।