ব্যাঙ্ক দুর্নীতিতে কেন্দ্রীয় সরকারের কোন ভূমিকা নেই। কংগ্রেস নেতারাই নীরব মোদীর দোকানে গহনা কেনেন। রবিবার দুর্গাপুরের কাঁকসার বাবনাবেড়ায় বিজেপির এক জনসভায় ভাষণ দিতে গিয়ে এই ভাবেই নীরব মোদী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফটোপ্রসঙ্গে কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।
বাবুল এদিন কংগ্রেস নেতা মনু সিংভির সরাসরি নাম করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্লিন চিট দিয়ে পরোক্ষভাবে ব্যাঙ্ক দুর্নীতি যে কংগ্রেস কেন্দ্রীয় সরকারে থাকাকালীন হয়েছে সেই দাবিকেই শীলমোহর দেন। এদিন বাবুল সুপ্রিয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে কটাক্ষ করে বলেন রাহুল নতুন কংগ্রেসের সভাপতি হয়েছেন। তাই রাহুলকে এইসব কথা বিভিন্ন জনসভায় বলতে হচ্ছে। রবিবার কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেসকেও একহাত নেন। ভারতী ঘোষ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকেও একহাত নিয়ে তিনি বলেন বাংলায় এখন বোমা ও চপ শিল্পের সেরা ঠিকানা হয়ে দাঁড়িয়েছে। এদিন পাকিস্তানকেও কড়া ভাষায় আক্রমণ করেন কেন্দ্রীয় মন্ত্রী। বাবুল সুপ্রিয় বলেন, পাকিস্তান জঙ্গী দেশ। তাই পাকিস্তানী শিল্পীদের বলিউডের কোন সিনেমার গানে গাইতে দেওয়া উচিত নয়। বাবুলের সভায় রবিবার উপচে পড়া ভিড় ছিল। প্রায় ১০০ জন তৃণমূল কংগ্রেসের কর্মী এদিন বাবুলের হাত থেকে বিজেপির ঝান্ডা হাতে নিয়ে তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগ দেন।