.
এলাকাবাসীর আবেদনে কাঁকসার ১১ মাইলে পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়কের উপর স্পীড ব্রেকারে রঙের কাজ শুরু করল কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা। সোমবার এই কাজ শুরু করা হয়। অভিযোগ, ১১ মাইল এলাকায় দীর্ঘ দিন ধরে পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়কের উপর স্পীড ব্রেকারে বুঝতে না পেরে দুর্ঘটনার শিকার হচ্ছিলেন পথ চলতি মানুষ। বিশেষ করে রাতের দিকে বেশি সমস্যায় পড়ছিলেন চালকরা। সড়ক দুর্ঘটনা আটকানোর জন্য এলাকাবাসীর আবেদনে অবশেষে কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা ওই এলাকার সমস্ত স্পীড ব্রেকারে সোমবার রঙের কাজ শুরু করেন।
Like Us On Facebook