লাগাতার অভিযান চালিয়ে ১৪ টি ওভার লোডেড পাথর বোঝাই ডাম্পার ও ট্রাক আটক করল কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশকর্মীরা। কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশকর্মীরা জানিয়েছেন, রবিবার সারা রাত অভিযান চালিয়ে ৬টি পাথর বোঝাই ট্রাক আটক করা হয়েছে। এছাড়াও গত তিনদিন ধরে লাগাতার অভিযান চালিয়ে সোমবার পর্যন্ত মোট ১৪ টি পাথর বোঝাই ডাম্পার ও ট্রাক আটক করা হয়েছে। বীরভূম থেকে পানাগড় আসার সময় পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়কের উপর অভিযান চালিয়ে অতিরিক্ত পরিমাণ পাথর বোঝাই ট্রাক ও ডাম্পারগুলি আটক করা হয়। আটক হওয়া ট্রাক ও ডাম্পারগুলিকে মোটর ভেহিক্যালস দফতরের হাতে তুলে দেওয়া হয়। জানা গেছে, মোটর ভেহিক্যালস দফতর আটক হওয়া গাড়িগুলিকে বেআইনি ভাবে অতিরিক্ত পরিমাণে পাথর বোঝাই করার জন্য জরিমানা ধার্য করেছে।
Like Us On Facebook