এনআরএস কান্ডের জেরে অভিনব প্রতিবাদে সামিল হলেন আসানসোল সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকরা। এদিন হাসপাতালের সমস্ত চিকিৎসকরা নির্দিষ্ট বহির্বিভাগ ছেড়ে গাছের তলায় তাঁবু খাটিয়ে চিকিৎসা পরিষেবা দিতে শুরু করেন৷ এদিনও জেলা হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ধিক্কার মিছিল বের করেন।

এনআরএসে জুনিয়র ডাক্তার পরিবহ মুখার্জীর আক্রান্ত হওয়ার প্রতিবাদে ও নিজেদের নিরাপত্তার স্বার্থে শনিবারও পরিষেবা চালু রেখে প্রতিবাদে সামিল হলেন আসানসোল সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক সহ স্বস্থ্যকর্মীরা। বুধবার প্রতীকী কর্মবিরতি, বৃহস্পতি ও শুক্রবার আসানসোল জেলা হাসপাতালে সুষ্ঠ পরিষেবা বজায় থাকলেও হাসপাতালের নার্সরা শুক্রবার সমস্ত স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা ও হাসপাতালে স্থায়ী পুলিশ ক্যাম্পের দাবিতে ধিক্কার দিবস পালন করেন। এরপর শনিবার সকাল থেকে আসানসোল সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকরা অভিনব প্রতিবাদে সামিল হন। এদিন হাসপাতালের সমস্ত চিকিৎসকরা নির্দিষ্ট বহির্বিভাগ ছেড়ে গাছের তলায় তাঁবু খাটিয়ে চিকিৎসা পরিষেবা দিতে শুরু করেন৷ এদিন চিকিৎসকদের প্রতিবাদের এই অভিনব পন্থা দেখে চমকে যান হাসপাতালে আগত রোগী থেকে পরিজনেরা। তবে তাঁবুর নীচে হলেও চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি মানুষ। প্রতিবাদে সামিল চিকিৎসকরা জানান, চিকিৎসা পরিষেবা বজায় রেখে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দাবিতে তাঁদের আন্দোলন চলবে৷ যতদিন না তাঁদের নির্দিষ্ট দাবিগুলি পূরণ হয়৷ এদিনও জেলা হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ধিক্কার মিছিল বের করেন৷

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?


Like Us On Facebook