অনলাইন প্রতারণা চক্রে যুক্ত থাকার অভিযোগে অপরাধ দমন শাখার পুলিশ তিন জনকে গ্রেফতার করল দুর্গাপুর থেকে। পুলিশের অনুমান এই তিন জন শুধু নয় চক্রে আরও অনেকে যুক্ত রয়েছে। তাদের ধরতে পুলিশ জোর তল্লাশি চালাচ্ছে। অপরাধ দমন শাখা সূত্রে জানা গেছে, তাঁদের হেফাজতে থাকা এই তিনজনের বিরুদ্ধে ব্যাঙ্ক ও এটিএম থেকে গ্রাহকদের টাকা হাতানোর অভিযোগ আছে।

জানা গেছে, দুর্গাপুরের বিনোদ পাত্র নামে এক যুবককে বিভিন্ন ব্যাঙ্ক সহ এটিএম জালিয়াতি করে গ্রাহকের টাকা লুট করার অভিযোগে গ্রেফতার করেছে অপরাধ দমন শাখা। তাঁর বাড়ি দুর্গাপুরের বি-জোন এইচসিএল কলোনিতে। আরও দু’জন ইঞ্জিনিয়ারিং ছাত্রকে গ্রেফতার করেছে সাইবার ক্রাইম শাখা। অন্ডাল থেকে কয়েকদিন আগে তাঁদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে সাইবার ক্রাইম শাখার অফিসাররা।

জানা গেছে, নভেম্বর মাসে দুর্গাপুর ইস্পাত নগরীর বি-জোন এলাকার বাসিন্দা বাবলু পাসোয়ানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এক লক্ষ ৯৮ হাজার টাকা হাতিয়ে নেয় দুষ্কৃতীরা। তিনি দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করেন। এরপর সাইবার সেল তদন্তে নেমে রবিবার রাতে দুর্গাপুর থেকে এই চক্রের মূল পান্ডা বিনোদ পাত্রকে ধরে। জানা গেছে, বিনোদ ইউনাইটেড ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সহ বিভিন্ন ব্যাঙ্কের গ্রাহকদের প্রচুর টাকা জালিয়াতি করে হাতিয়েছে। দুর্গাপুরে প্রায় ৫০ জন এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, এই চক্রের সঙ্গে ব্যাঙ্কের কিছু কর্মীও জড়িত রয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে।

Like Us On Facebook