রানিগঞ্জ থানার মঙ্গলপুরে কার্বাইন ও ২০ রাউন্ড কার্তুজ সহ গ্রেফতার এক। ধৃতের নাম রাজেন্দ্র প্রসাদ, বাড়ি বিহারে। রানিগঞ্জ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে রানিগঞ্জ থানার মঙ্গলপুরে হানা দিয়ে পাকড়াও করে রাজেন্দ্র প্রসাদকে। পুলিশ সূত্রে জানা গেছে, তার কাছ হেকে একটি কার্বাইন ও ২০ রাউন্ড কার্তুজ পাওয়া গেছে। সে কি উদ্দেশ্য এই কার্বাইন নিয়ে এসেছিল পুলিশ তা খতিয়ে দেখছে। ধৃতকে সোমবার আসানসোল আদালতে পেশ করা হয়।
Like Us On Facebook