পূর্ব বর্ধমানে ফের করোনা আক্রান্তের হদিস মিলল। মেমারি ২ নং ব্লকের পাহাড়হাটীর ৫৭ বছরের এক মহিলার শরীরে মিলেছে করোনা ভাইরাস। তিনি বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসার জন্য তিনি সেখানে ৫ মে ভর্তি হন। করোনার উপসর্গ থাকায় রবিবার সকালে লালারস সংগ্রহ করে পরীক্ষা করা হলে কোভিড পজেটিভ রির্পোট আসে।

জানা গেছে, তিনি কিডনির সমস্যা ছাড়াও অ্যানিমিয়ায় ভুগছিলেন। এ মাসের শুরুতে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। সেখান থেকে বর্ধমানের জাতীয় সড়ক সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন চিকিৎসার জন্য। সেখানে তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। এরপর ৫ মে কলকাতার হাসপাতালে ভর্তি হন। সেখানে গতকাল তাঁর করোনা রিপোর্ট পজেটিভ আসে। এরপরই প্রশাসনের পক্ষ থেকে আজ সকালে পাহাড়হাটীর ক্যানেল পাড় এলাকা সিল করে দেওয়া হয়। পরিবারের সদস্যসহ মোট ৬ জনকে কোয়রান্টাইনে পাঠানো হয়েছে।

Like Us On Facebook