দুর্গাপুর ইস্পাত নগরীর ডি-সেক্টর মার্কেটের ব্যবসায়ীকে গুলি চালানোর অভিযোগে পুলিশ দুর্গাপুর ইস্পাত নগরীর বাসিন্দা সত্যজিৎ সরকার ওরফে নারুকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে। শনিবার ধৃত নারুকে দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করলে আদালত ধৃতের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।
উল্লেখ্য, গণেশ পুজোকে কেন্দ্র করে ইস্পাত নগরীর ডি-সেক্টর মার্কেটের একটি ক্লাবের কয়েক জন সদস্যের দাবি মত চাঁদা না দেওয়ায় ডি সেক্টর মার্কেটের অনিল চৌধুরী ও তার ভাইপোর উপর ওই ক্লাবের কয়েকজন সদস্য চড়াও হয় বলে অভিযো। উভয় পক্ষের বচসার মধ্যে নারু নামে অভিযুক্ত ব্যাক্তি ওই ব্যবসায়ীকে দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ ব্যবসায়ীর। এরপর ওই ব্যবসায়ী দোকান বন্ধ করে পালাতে গেলে তাঁকে লক্ষ্য করে নারু গুলি চালায় বলে অভিযোগ। গুলি লক্ষভ্রষ্ট হয়ে দোকানের শাটারে লাগে। এই ঘটনায় জেরে ডি-সেক্টর মার্কেটের ব্যবসায়ীরা দোষীদের শাস্তির দাবিতে অনড় হয়ে পুলিশকে দোষীদের গ্রেফতারের দাবি জানান। পুলিশ প্রথমে পাঁচ জনকে ঘটনায় জড়িত সন্দেহে আটক করলেও পরে তাদের ছেড়ে দিয়ে মূল অভিযুক্ত নারুকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে বলে পুলিশ সূত্রে খবর।