সোমবার সরস্বতী পুজো। গতবারের তুলনায় এবছর ফলের দাম নাগালের মধ্যে থাকলেও রীতিমত ঘুম কেড়েছে কাঁচা সবজির দাম। একইসঙ্গে দাম বেড়েছে প্রতিমারও। ১২ শতাংশ জিএসটির কোপে পড়ে প্রতিমার সাজসজ্জার দাম বাড়ায় গতবারের তুলনায় ১০০-১৫০টাকা বেড়েছে প্রমাণ সাইজের প্রতিমার দাম। রবিবার বর্ধমান শহরের কোর্ট কম্পাউণ্ড এলাকায় গড় ছাঁচের প্রতিমা বিক্রি হয়েছে সাইজ অনুসারে ৫০ থেকে ৮০ টাকার মধ্যে।

ফল ব্যবসায়ীরা জানিয়েছেন, এবছর সরস্বতী পুজোর জন্য প্রচুর পরিমাণে ফলের আমদানি হওয়ায় দাম গতবারের তুলনায় কার্যত কমই। আপেল বিক্রি হয়েছে ৮০-১০০টাকা প্রতি কেজি। শশা ৬০ টাকা প্রতি কেজি, নারকেল কুল ৬০ টাকা কেজি, শাঁখ আলু ৬০ টাকা কেজি, কমলালেবু ১০টাকা প্রতিটি, চাঁপা কলা ৩০ টাকা ডজন, বেদানা ১০০ টাকা কেজি, শিসযুক্ত ডাব সাইজ অনুসারে ২০ -২৫ টাকা প্রতি পিস। সাধারণ ডাব ৩০ টাকা প্রতিটি, আঙুর ১৫০ টাকা কেজি এবং খেজুর ১০০ টাকা কেজি প্রতি বিক্রি হয়েছে এদিন।

যদিও ফলের বাজার নাগালের মধ্যে থাকলেও কাঁচা সবজির দাম রীতিমত চিন্তায় ফেলেছে সাধারণ গৃহস্থদের। বিশেষত সরস্বতী পুজোর পরের দিনই বাড়িতে বাড়িতে অরন্ধন থাকে। আগের দিন রান্না করা খাবার পরের দিন খাওয়া হয়। আর এই সিজানো খাবার বা ঠাণ্ডা খাবার বিশেষত ষষ্ঠীর দিন এর আয়োজন করতে গিয়ে নাজেহাল সাধারণ মানুষ। শিসযুক্ত পালং শাক ৫০ টাকা প্রতি কেজিতে বিক্রি হয়েছে। ছোট বেগুন ৬০-৮০ টাকা প্রতি কেজিতে বিক্রি হয়েছে। সাদা বেগুনের দাম আকাশ ছোঁয়া। বর্ধমান শহরের কোনো কোনো বাজারে এদিন দুধসাদা বেগুনের দাম চাওয়া হয়েছে ৮০ থেকে ১২০ টাকা প্রতি কেজিতে।

তীব্র ঠাণ্ডার জেরে এবারে ফুলের যোগানও কম থাকায় কিছুটা দাম বেড়েছে গাঁদা ফুলের যা সরস্বতী পুজোর অন্যতম অঙ্গ। সাইজ অনুযায়ী গাঁদা ফুলের মালার দাম ১৫ থেকে ৩০ টাকা পর্যন্ত। তবে সব থেকে উল্লেখযোগ্যভাবে দাম বেড়েছে সজনে ফুলের। অধিকাংশ বাজারেই এর তেমন দেখা না পাওয়ায় দামও চড়েছে ব্যাপকভাবেই। চলতি সময়ে তীব্র ঠাণ্ডার জেরে এবার এখনও পর্যন্ত সজনে ফুল না আসায় তার যোগানও কমেছে। আর সেই সুযোগেই হাতে ছ্যাঁকা দেবার মত দাম এদিন হেঁকেছে ব্যবসায়ীরা। ৪০০ টাকা পর্যন্ত প্রতি কেজিতে দাম উঠেছে গুণমান অনুসারে।

Like Us On Facebook