.

শুক্রবার শিখ ধর্মগুরু গুরুনানকের ৫৪৯ তম জন্মদিবস। এই উপলক্ষে বৃহস্পতিবার বর্ধমানে শিখ সম্প্রদায়ের মানুষজন এক শোভাযাত্রা বের করেন। এদিন বর্ধমান শহরের তিনকোনিয়ার গুরুদুয়ারা থেকে শোভাযাত্রা বের হয়ে শেষ হয় বর্ধমান শহরের গড়গড়াঘাটের গুরুদুয়ারায়। কথিত আছে ১৬০০ খ্রীস্টাব্দে এই গড়গড়াঘাট গুরুদুয়ারায় শিখ ধর্মগুরু গুরুনানক এসেছিলেন এবং বিশ্রাম করেছিলেন। গুরুনানকের জন্মদিবস উপলক্ষে এই গুরুদুয়ারায় গুরুপরব উৎসব চলছে। সারাদিন ধর্মপাঠ, লঙ্গর ইত্যাদি অনুষ্ঠিত হচ্ছে।





Like Us On Facebook