গুরুনানক জয়ন্তী উপলক্ষে শুক্রবার পানাগড় বাজারে গুরুদোয়ারায় ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করলেন শিখ ধর্মের মানুষেরা। শুক্রবার সকাল থেকেই গুরুদোয়ারায় বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। পানাগড় গুরুদোয়ারা কমিটির সহকারি প্রধান বলদীপ সিং জানিয়েছেন, এ বছর ৫৫২ তম গুরুনানক জয়ন্তী। গত ৭ তারিখ থেকে গুরুদোয়ারায় নানান ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়। সেই ধর্মীয় অনুষ্ঠানের আজ সমাপ্তি ঘটে। তাই সমাপ্তির দিন নানান ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পানাগড় সহ বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ধর্মের মানুষ এদিন গুরুদোয়ারায় ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেয়। অন্যান্য বছর বিশেষ শোভাযাত্রা বের করা হলেও এবছর করোনার বিধিনিষেধের জন্য সমস্ত শোভাযাত্রা বন্ধ রাখা হয়েছে। তবে চলছে বিশেষ লঙ্গর। গুরুনানকের আশীর্বাদে দ্রুত বিশ্ব করোনা মুক্ত হলে আগামী বছর মহা ধুমধামে অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছেন বলদীপ সিং।

Like Us On Facebook