বাড়ির পাশে নিজের পুকুরের পাড়ে থাকা নারকেল পুকুরের জলে পড়ে থাকায়, তা আনতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম হরপ্রসাদ হাজরা (৬৭)। বাড়ি শক্তিগড় থানার চাকুন্দি গ্রামে। মৃতের ভাগ্নে অর্নিবাণ দে জানিয়েছেন, শুক্রবার দুপুরে হরপ্রসাদবাবু একটি গামছা পড়ে বাড়ি সংলগ্ন পুকুরে যান। পুকুরে একটি নারকেল ভাসতে দেখে তা আনতে পুকুরে নামেন। কিন্তু তারপর তাঁর আর কোন খোঁজ মেলেনি। পুকুরে তন্নতন্ন করে খোঁজা হয়। না মেলায় শনিবার সকালে বিপর্যয় মোকাবিলা দফতরের দু’জন ডুবুরিকে নামানো হয়। এরপরই উদ্ধার হয় তাঁর দেহ। হরপ্রসাদবাবু ইছাপুর গান ফ্যাক্টরির অবসর প্রাপ্ত কর্মী ছিলেন। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Like Us On Facebook