আগামী দুর্গাপুজোয় বাজার মাত করবে মুখ্যমন্ত্রীর স্বপ্নের দুই প্রকল্পের নামাঙ্কিত শাড়ি কন্যাশ্রী ও সবুজ সাথী। চলছে তারই জোরদার প্রস্তুতি। বিশ্বের দরবারে প্রশংসিত ও পুরস্কৃত কন্যাশ্রী এবং সবুজ সাথী থিমের তাঁত শাড়ি নিয়ে রাজ্য ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রক পুজোয় বাঙালি মহিলাদের মন জয় করতে শাড়ি আনতে চলছে। আগামী ২৫ জুলাই গোটা রাজ্য জুড়ে পালিত হতে চলেছে কন্যাশ্রী দিবস। চলছে জেলায় জেলায় তারই প্রস্তুতি।

শুক্রবার পুজোর এই আকর্ষণের খবর দিয়েছেন মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি জানান, মুখ্যমন্ত্রীর সেই স্বপ্নের কন্যাশ্রীর থিম এবার খোদ শাড়িতে। আগামী পুজোয় বাজারে তন্তুজ নিয়ে আসছে কন্যাশ্রী এবং সবুজ সাথীর থিমে তাঁতের শাড়ি। রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী তথা তন্তুজের চেয়ারম্যান স্বপন দেবনাথ জানিয়েছেন, কন্যাশ্রী এবং সবুজ সাথী প্রকল্পের ওপর থিম রচনার দায়িত্ব দেওয়া হয়েছিল নদীয়ার ফুলিয়ার রাষ্ট্রপতি পুরষ্কার প্রাপ্ত তাঁত শিল্পী ধীরেন বসাককে। তিনি ইতিমধ্যেই এই দুটি প্রকল্পের ওপর থিমের শাড়ি তৈরি করে তা পাঠিয়েছেন তন্তুজের স্টেট ডিজাইন সেন্টার সল্টলেকে। এখন সেখানেই যুদ্ধকালীন প্রস্তুতিতে চলছে এই দুটি থিমের শাড়ি বানানো।

স্বপনবাবু জানিয়েছেন, চলতি বছরে তন্তুজ মোট ১৪০ কোটি টাকার ব্যবসা করেছে। তার মধ্যে কেবলমাত্র লাভ হিসাবে তন্তুজ ঘরে তুলেছে প্রায় ৬ কোটি টাকা। শুক্রবার দুর্গাপুরে পৌর নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীদের মনোনয়ন পত্র জমা দেওয়ার তদারকি করতে এসে একথা জানান স্বপন দেবনাথ। তিনি আশা করছেন এবারে পুজোয় এই কন্যাশ্রী ও সবুজ সাথী শাড়ি ভালই বাজার করতে পারবে। একইসঙ্গে তাঁরা চেষ্টা করছেন এই দুই থিমের শাড়িকে পুজোর আগেই বিদেশেও রপ্তানি করার।

এদিকে, এরই পাশাপাশি তন্তুজের এই নয়া উদ্যোগকে আরও একধাপ বাড়িয়ে দিয়েছেন বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু। তিনি এদিন জানিয়েছেন, আসন্ন দুর্গাপুজোয় পূর্ব বর্ধমান জেলার প্রায় ৭৫০০ জন কন্যাশ্রী ক্লাব সদস্যকে জেলা পরিষদের আর্থিক সহযোগিতায় তাদের হাতে এই কন্যাশ্রী শাড়ি তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষত, নাবালিকা বিয়ে রদ করতে যাওয়ার সময় কিংবা কোনো পদযাত্রায় কন্যাশ্রী ক্লাবের মেয়েরা এই বিশেষ কন্যাশ্রী শাড়ি পড়ে গেলে তা আরও ভাল হবে বলে সভাধিপতি জানিয়েছেন।

অপরদিকে, খোদ মন্ত্রীর এই ঘোষণাকে এদিন স্বাগত জানিয়েছেন কন্যাশ্রী প্রকল্পের বর্ধমান জেলা আধিকারিক শারদ্বতি চৌধুরী। তিনি জানিয়েছেন,এই উদ্যোগ কন্যাশ্রীর মেয়েদের এবং একইসঙ্গে কন্যাশ্রী ক্লাবের সদস্যদের আরও উৎসাহ দিতে সাহায্য করবে।

Like Us On Facebook