মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়ে যাওয়ার পর শুক্রবার পূর্ব বর্ধমান জেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করলেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব। এদিন পূর্ব বর্ধমানের বিভিন্ন বেসরকারি স্কুল, দিল্লী বোর্ড অনুমোদিত স্কুলের প্রতিনিধিরাও হাজির ছিলেন বৈঠকে। গত ২৯ জুন বর্ধমানে প্রশাসনিক বৈঠক করতে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেসরকারি স্কুল গুলির ক্ষেত্রে রাজ্য স্কুল এডুকেশন দপ্তর যে নির্দেশিকা তৈরি করেছে তা উল্লেখ করে সকলকে তা মেনে চলার পরামর্শ দিয়ে যান। একইসঙ্গে জেলাশাসককে বেসরকারি স্কুলগুলিকে নিয়ে আলোচনা করারও নির্দেশ দিয়ে যান। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ অনুসারেই শুক্রবার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করে জেলা প্রশাসন।

জেলাশাসক জানান, বৈঠকে বেসরকারি স্কুলের প্রতিনিধিদের ফি নিয়ে সরকারি নির্দেশনামা জানিয়ে দেওয়া হয়েছে। শিক্ষাবর্ষের শুরুতেই তাদের ফি-র তালিকা ওয়েবসাইট এবং প্রকাশ্যে টাঙিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বছরের মাঝপথে কোনোভাবেই কোনো ফি নেওয়া যাবে না। এছাড়াও দিল্লি বোর্ড অনুমোদিত স্কুল প্রতিষ্ঠানের ক্ষেত্রে স্কুল থেকেই পোষাক বা খাতাপত্র নিতে হবে এই ধরণের বাধ্যতামূলক নির্দেশ প্রত্যাহার করার কথাও বলা হয়েছে। বৈঠকে কয়েকটি স্কুল তাদের সামনে দিয়ে বেপরোয়া গাড়ি চলাচল এবং দুর্ঘটনার বিষয় উল্লেখ করেছেন। জেলাশাসক জানান, এব্যাপারে জেলা পুলিশের সঙ্গে আলোচনা করে এই ধরণের সমস্যায় স্কুলের সামনে স্পীড কন্ট্রোল করার উদ্যোগ নেওয়া হবে। এরই পাশাপাশি বেসরকারি বাংলা মাধ্যম স্কুলের পক্ষ থেকে সরকারি বই পাওয়ার আবেদন করা হয়েছে। এব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে রাজ্য স্কুল এডুকেশনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

Like Us On Facebook