একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের(সিঙ্গল ইউজ প্লাস্টিক) বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে অভিনব উদ্যোগ নিল মেমারির পল্লীমঙ্গল সমিতি। তিন কেজি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের নিয়ে এল মিলছে এক কেজি পেঁয়াজ। দেড় কেজি প্লাস্টিক আনলে মিলবে পাঁচশো গ্রাম পেঁয়াজ।
এই অফার নিতে মানুষ ভিড় জমাচ্ছেন রসুলপুর অনাথ সমিতিতে মেমারি ব্লক আয়োজিত কৃষি মেলায় পল্লীমঙ্গল সমিতির স্টলে। বৃহস্পতিবার থেকে আগামী শনিবার পর্যন্ত মিলবে এই অফার। রসুলপুর অনাথ সমিতিতে মেমারি ব্লক আয়োজিত কৃষি মেলায় স্টল রয়েছে পল্লীমঙ্গল সমিতির। সেই স্টলেই বেলা বারোটা থেকে সন্ধে ছটা পর্যন্ত প্লাস্টিক নিয়ে পেঁয়াজ দেওয়া চলছে। আর এই অগ্নিমূল্যের বাজারে পেঁয়াজের এই অভিনব অফার কেউই হাতছাড়া করতে চাইছেন না।
পাল্লা রোড পল্লীমঙ্গল সমিতির সাধারণ সম্পাদক সন্দীপন সরকার এই অভিনব উদ্যোগের প্রসঙ্গে জানিয়েছেন, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক আমাদের পরিবেশকে ব্যাপকভাবে দূষিত করছে। এর কুফল সম্পর্কে মানুষকে সচেতন করতেই তাঁরা ক্লাবের পক্ষ থেকে এই উদ্যোগ নিয়েছেন। এতে একদিকে যেমন পরিবেশ দূষণ কিছুটা হলেও রোধ করা যাবে, তেমনই মানুষকেও সচেতন করা যাবে। তিনি আরও জানিয়েছেন, সংগৃহীত প্লাস্টিক দিয়ে ঘরের প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী তৈরি করা হবে।
প্লাস্টিক নিয়ে মানুষকে সচেতন করার পাশাপাশি পরিবেশ বান্ধব মাটির থালা-বাটি-গ্লাস ব্যবহার বাড়াতেও প্রচার চালাচ্ছেন সমিতির সদস্যরা। মেলায় পল্লীমঙ্গল সমিতির স্টলে রয়েছে সেই সব সামগ্রী প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা। একইসঙ্গে রাসায়নিক সারের কুফল বুঝিয়ে মানুষকে জৈব সার ব্যবহারের পরামর্শও দিচ্ছে পল্লীমঙ্গল সমিতি। পাশাপাশি ফুল ও ফলের চারা প্রদর্শনী ও বিক্রিও করছেন সমিতির সদস্যরা।