একটা সময় কাঁকসার রথতলার রথের মেলার মূল আকর্ষণ ছিল ঘাড় নাড়া মাটির পুতুল। শিশু মনের মন রঞ্জনের জন্য এই পুতুল বাচ্চাদের কাছে খুবই জনপ্রিয় ছিল। ঘাড় নাড়া হুঁকো বুড়ো, বর কনে, পেট মোটা বুড়ো কতকি। কিন্তু বর্তমানে সেইদিন আর নেই। বর্তমানে মাটির পুতুলকে সরিয়ে মেলার বাজার দখল করছে কাঠের ও প্লাস্টিকের রকমারি সব পুতুল। ছোটা ভীম থেকে মোটু-পাতলু সহ হরেক কিসিমের চিনা খেলনা।
এই ঘাড় নাড়া পুতুল গুলোর মাথা শরীরের বাকি অংশের সাথে স্প্রিং দিয়ে জুড়ে দেওয়া থাকে। যার ফলে হালকা টোকা দিলেই মাথাটি নড়তে থাকে। যেন মনে হয় পুতুলটি ঘাড় নড়াচ্ছে। পুতুলের হাত পা শরীরের সাথেই একই সাথে তৈরি করা হয়। কেবল মাথা আলাদা করে করা হয়। ৮০ বছরের রথের মেলায় আর এই ঘাড় নাড়া মাটির পুতুলের কোন চাহিদা নেই। সারা বছরও বাজারের একই অবস্থা। তাই চরম দুর্দশার মধ্যে দিন কাটছে পুতুল বানানো মৃৎশিল্পীদের পরিবার গুলির। সরকারি আর্থিক অনুদান থেকেও বঞ্চিত এই শিল্পীরা। তাই রথের মেলায় এখন আর কোন বাড়তি আগ্রহ নেই এই সব মৃৎশিল্পীদের কাছে। সামান্য কিছু পুতুল তৈরি করে মেলায় নিয়ে গেলেও বিক্রিবাটা বিশেষ হয়না। নানান প্লাস্টিকের খেলনা দখল করে নিচ্ছে বাজার।