কন্যা সন্তান হওয়ায় সরকারি টাকা পাইয়ে দেওয়ার নাম করে দম্পতির চোখে ধুলো দিয়ে কন্যা সন্তানটিকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বর্ধমান মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি শাখা অনাময় হাসপাতালে। ঘটনার তদন্তে নেমেছে শক্তিগড় থানার পুলিশ। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বেশ কিছু সূত্র পেয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে প্রসব বেদনা নিয়ে বর্ধমান হাসপাতালে ভর্তি হন রায়না থানার মণসাডাঙ্গা গ্রামের বাসিন্দা রিমা মালিক। শুক্রবার বিকেলে তাঁর একটি কন্যা সন্তান হয়। রবিবার সকাল সাড়ে ১০ টায় তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। অভিযোগ, সেই সময়ই নিজেকে রিয়া ব্যানার্জী পরিচয় দিয়ে এক মহিলা তাঁদের জানায় কন্যা সন্তান হওয়ায় তাঁরা সরকারের থেকে ৬০০০ টাকা পাবে। সে সমস্ত ব্যবস্থা করে দেবে। এরপর তাঁর কথামতো তাঁরা হাসপাতাল থেকে টোটোয় অনাময় হাসপাতালে আসেন। সেখানে তাঁদের লাইনে দাঁড় করিয়ে দিয়ে শিশুটিকে নিয়ে চম্পট দেয় ওই মহিলা।

Like Us On Facebook