গৃহস্থের বাগান বাড়িতে সদ্যজাতকে ফেলে পালাল মা। ঘটনাটি ঘটেছে আসানসোলের উষাগ্রামে। স্থানীয়রা বাচ্চাটিকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে আসানসোলের উষাগ্রামের টেগোর রোডে এক গৃহস্থ বাড়ির কর্ত্রী বাড়ির বাগানে ফুল তুলতে গেলে বাচ্চার কান্না শুনতে পান। কাছে গিয়ে তিনি এক সদ্যজাত শিশুকন্যাকে দেখতে পান। গৃহকর্ত্রী প্রতিবেশীদের বিষয়টি জানালে আসানসোল দক্ষিণ থানায় খবর দেওয়া হয়। পাশাপাশি স্থানীয়রা বাচ্চাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তোলেন। পুলিশ এলে পুলিশের হাতে তুলে দেওয়া হয় বাচ্চাটিকে। পুলিশ বাচ্চাটিকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করে। বাচ্চাটির সুস্থ আছে বলে জানা গেছে।
Like Us On Facebook