বর্ধমানের বি সি রোডের এক মিষ্টান্ন ব্যাবসায়ী নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২০ তম জন্মদিন অভিনব উদ্যোগে পালন করলেন। নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে মিষ্টির দোকানটি সুসজ্জিত করে তোলা হয়। রজনীগন্ধা ও গোলাপ ফুল দিয়ে দোকানটি মুড়ে ফেলা হয় এছাড়াও স্থাপন করা হয় নেতাজী সুভাষচন্দ্র বসুর মূর্তি। নেতাজী সুভাষচন্দ্র বসুর মূর্তিতে দেওয়া হয় ফুলের মালা। এই দোকানটিতে মিষ্টি নিতে আসা সকলেই নেতাজীকে প্রকৃত সম্মান জানানোর জন্য সাধুবাদ জানান।