মোটর ভেহিক্যালস অ্যাক্ট (অ্যামেন্ডমেন্ট) বিল প্রত্যাহারের দাবিতে আজ, মঙ্গলবার দেশজুড়ে পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স কো-অর্ডিনেশন কমিটি। সেই ধর্মঘটকে সমর্থন করেছে সিটু, এআইটিউসি, আইএনটিইউসি সহ একাধিক শ্রমিক সংগঠন।

পরিবহণ ধর্মঘটের সমর্থনে দুর্গাপুর, আসানসোলে বেশিরভাগ বেসরকারি বাস বন্ধ হয়ে পড়ায় দুর্ভোগে সাধারণ যাত্রী থেকে নিত্যযাত্রী ও পড়ুয়ারা। বাস চালকদের অভিযোগ, মোটর ভেহিকেলস অ্যাক্ট (অ্যামেন্ডমেন্ট) বিলে বলা হয়েছে বাস দুর্ঘটনাগ্রস্থ হলে চালকদের জেল ও মোটা টাকা জরিমানা ধার্য করা হবে। বাস চালকরা বলেন, তাঁরা এই জরিমানা দিতে অক্ষম৷ সে কারণেই তাঁরা এদিনের ধর্মঘটে সামিল হয়েছেন৷

তবে এদিনের এই ধর্মঘট নিয়ে তেমন কোনও প্রচার না হওয়ায় যাত্রী থেকে অনেক পরিবহণ কর্মীরা এই ধর্মঘটের কথা জানেনই না। ফলে রাস্তায় বের হয়ে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সরকারি বাস সহ কিছু বেসরকারি বাস চললেও বেশিরভাগ বাস বন্ধ থাকায় যাত্রীরা সমস্যার সম্মুখীন হচ্ছেন।




Like Us On Facebook