বুধবার দুপুরে মেমারি থানার গন্তারে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখায় ডাকাতির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়। এলাকাবাসীদের দাবি, এদিন দুপুর প্রায় আড়াইটে নাগাদ ৩ জনের একটি ডাকাত দল মুখ বাঁধা অবস্থায় আগ্নেয়াস্ত্র ও বোমা নিয়ে আচমকাই ব্যাঙ্কের ভিতরে ঢোকে। গ্রাহক ও ব্যাঙ্ক কর্মীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁদের একটি ঘরের মধ্যে আটকে রাখ। এরপর ব্যাঙ্কের ভল্ট থেকে টাকা এবং গহনা নিয়ে চম্পট দেয়।

এলাকার বাসিন্দারা জানিয়েছেন, একটি মোটরবাইকে চেপে আসে ৩জন। ডাকাতির শেষে তারা মোটরবাইক নিয়ে দ্রুতগতিতে সাতগেছিয়ার দিকে পালিয়ে যায়। ব্যাঙ্কে থাকা এক মহিলা গ্রাহক জানিয়েছেন, ডাকাতদলের প্রত্যেকের মুখ বাঁধা ছিল। তাদের প্রত্যেকের হাতেই আগ্নেয়াস্ত্র ছিল। তারা নিজেদের মধ্যে বাংলাতেই কথা বলছিল। দ্রুত কাজ সেরেই তারা পালিয়ে যায়। প্রাথমিকভাবে ব্যাঙ্ক সূত্রে জানা গেছে, প্রায় ৬ লক্ষ টাকা ডাকাত দল নিয়ে গেছে বলে মনে করা হচ্ছে।

বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার প্রিয়ব্রত রায় জানিয়েছেন, এদিন ৩ জনের একটি দল ব্যাঙ্কের ওই শাখায় আসে। প্রাথমিকভাবে অনুমান কয়েক লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় তারা। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ব্যাঙ্কের কাছে ঘটনার পূর্ণ বিবরণ সংগ্রহ ছাড়াও ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের
চিহ্নিত করার চেষ্টা হচ্ছে। উল্লেখ্য, গত ২৪ এপ্রিল কালনার সিঙ্গারকোণ এলাকায় ব্যাঙ্ক ডাকাতি করে প্রায় ৩০ লক্ষ টাকা লুঠ করে নিয়ে যায় দুষ্কৃতীরা।

Like Us On Facebook