বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আবাস-সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় ২৫টি স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন ও ৪৫টি ন্যাপকিন ডিসপোজাল মেশিন বসাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এই পদক্ষেপে খুশি মহিলা আধিকারিকসহ ছাত্রীরা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে ইউজিসি’র দেওয়া ১৪.৫ লক্ষ টাকা খরচ করে এই মেশিনগুলি বসানো হয়েছে। প্রাথমিক জড়তা কাটিয়ে ছাত্রী ও মহিলা কর্মীদের মধ্যে এই মেশিন গুলির ব্যবহারও সম্প্রতি বেড়েছে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের সবকটি ছাত্রী আবাসেই এই দুই ধরণের মেশিন বসানো হয়েছে।
বাইরে থেকে আসা ছাত্রী বা মহিলা কর্মীরাও যাতে এই মেশিনগুলির সুযোগ নিতে পারেন, সে জন্যই ছাত্রী আবাস ছাড়াও প্রশাসনিক ভবনকেও বেছে নেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা হয়েছে।
এক ছাত্রী জানান ব্যবহৃত ন্যাপকিন নিয়ে তাঁদের প্রায়ই বিড়ম্বনায় পড়তে হত। যত্রতত্র স্যানিটারি ন্যাপকিন ফেলে দেওয়ার ফলে পরিবেশ দূষিত হতো। ভেন্ডিং মেশিনের পাশাপাশি ডিসপোজাল মেশিন থাকায় এগুলি আমরা নিজেরাই ডিসপোজ করে দিতে পারছি। এতে ব্যাকটেরিয়া সংক্রমণ ও দূষণ রোধ হবে।