বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আগামী ২০-২৬ নভেম্বর সংস্কৃতি লোকমঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে অষ্টাদশ বর্ধমান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র উৎসবকে কেন্দ্র করে বর্ধমানের চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। ২০ নভেম্বর সন্ধ্যা ৬টায় প্রদীপ জ্বালিয়ে চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন বিশিষ্ট চলচ্চিত্রকার বুদ্ধদেব দাশগুপ্ত। উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বুদ্ধদেব দাশগুপ্ত পরিচালিত হিন্দী চলচ্চিত্র ‘আনোয়ার কা আজব কিসসা’ দেখানো হবে। অভিনয়ে রয়েছেন বলিউডের এ সময়ের সেরা অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী, অনন্যা চ্যাটার্জী প্রমুখ। এছাড়াও এই চলচ্চিত্র উৎসবে দেশ-বিদেশের মোট ১৩টি ছবি প্রদর্শিত হবে। চলচ্চিত্র উৎসবকে সফল করতে সদস্যদের মধ্যে ব্যস্ততা বেড়েছে। চলচ্চিত্র উৎসবের ডেলিগেট কার্ড সংগ্রহ করতে প্রতিদিনই বহু চলচ্চিত্রপ্রেমী মানুষজন আসছেন চলচ্চিত্র চর্চা কেন্দ্রের দপ্তরে।