লোকসভা ভোটের আগে শনিবার ভাতাড় ব্লকের বিভিন্ন প্রান্তে পুলিশ ও প্রশাসনের উদ্যোগে চলল নাকা চেকিং। ভাতাড়ের বিভিন্ন প্রান্তে এই নাকা চেকিংয়ের কাজ চালায় প্রশাসন। ভাতাড়ের মুরাতিপুর, নর্জা, ওড়গ্রাম, নাসিগ্রামের সমস্ত এলাকায় নাকা চেকিং চালায় পুলিশ। ভাতাড় পুলিশ ও প্রশাসনের উদ্যোগ দেখে খুশি স্থানীয় মানুষজন।
স্থানীয় বাসিন্দারা জানান, ভোটের আগেই বিভিন্ন জায়গায় যেভাবে পুলিশ চেকিং চালাচ্ছে তাতে করে দুষ্কৃতীরা এলাকায় ঢুকতে সাহস পাবে না। ভাতাড় থানার পুলিশের এই উদ্যোগে এলাকার মানুষজন খুশি। ভাতাড় থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রণব কুমার বন্দ্যোপাধ্যায় জানান, এই ধরণের নাকা চেকিং আগামী দিনও চলবে।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?
Like Us On Facebook