বিজেপি নেতৃত্বের দেওয়া চেক প্রত্যাখ্যান করলেন খুন হওয়া কাঁকসা বিজেপি কর্মী সন্দীপ ঘোষের পরিবার। সোমবার কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, বিজেপি নেতা মুকুল রায় সহ বিজেপির রাজ‍্য ও পশ্চিম বর্ধমান জেলার নেতৃত্ব কাঁকসায় সন্দীপ ঘোষের বাড়িতে যান।

পরিবারকে সমবেদনা জানিয়ে সন্দীপ ঘোষের পরিবারকে বিজেপির পক্ষ থেকে ৫ লাখ টাকার চেক তুলে দিতে গেলে সন্দীপের বাবা বাবুল সুপ্রিয় ও মুকুল রায়দের দেওয়া ৫ লাখ টাকার চেক নিতে অস্বীকার করেন। এরপর বিজেপির পক্ষ থেকে সন্দীপ ঘোষের মা প্রতিমা ঘোষ ও সন্দীপের দিদির হাতে ফের সেই চেক তুলে দিতে গেলে সন্দীপের মা ও দিদিও চেক প্রত্যাখান করেন। এরপরেই কেন্দ্রীয় মন্ত্রীর কাছে ছেলের মৃত্যুর বদলে সুবিচার দাবি করে সন্দীপের পরিবার খুনি শেখ সাইফুলকে ধরে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানান। এবং সন্দীপের দিদি লক্ষী মন্ডল সন্দীপের খুনে ঘোষ পরিবারকে আর্থিক সাহায্য না করে একটা সরকারি চাকরি পরিবারের কোন সদস্যকে দিতে অনুরোধ করেন। যদিও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ঘোষ পরিবারের দাবি মেটানোর চেষ্টা করার আশ্বাস দেন বলে দাবি ঘোষ পরিবারের সদস্যদের।

উপস্থিত সাংবাদিকদের কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ঘোষ পরিবারের চেক প্রত্যাখান প্রসঙ্গে বলেন এটা তো সত্য কথা পরিবারের একজন ছেলের মৃত্যুর ক্ষতিপূরণ কি অর্থ দিয়ে পূরণ করা যায়? আসলে ওনাদের মনের অবস্থা ভালো নেই। বাবুল সুপ্রিয় বলেন আমরা ওনাদের আর চেক দিচ্ছি না। আমরা সন্দীপের দিদির ছেলের নামে একটা ফিক্সড ডিপোজিট করে দিচ্ছি। আমরা চাই ওই ছেলেটি ফিক্সড ডিপোজিটের টাকায় পড়াশোনা করে সন্দীপের বাবা-মা সহ পরিবারকে দেখুক।

বিজেপির পশ্চিম বর্ধমান জেলার সভাপতি লক্ষণ ঘড়ুইয়ের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সন্দীপের পরিবারকে প্রবল চাপে রাখা হয়েছে, সঙ্গে ২০ লাখ টাকা ও প্রচুর সুযোগ সুবিধা দেওয়ার কথা বলায় সন্দীপ ঘোষের পরিবার বেশ চাপে পড়ে গেছে। বিজেপির পশ্চিম বর্ধমান জেলার সভাপতি লক্ষণ ঘড়ুইয়ের অভিযোগ অস্বীকার করে সন্দীপ ঘোষের পরিবার। সন্দীপ ঘোষের বাবা বিজয় ঘোষ বলেন, ‘আমিও রাজনীতি করেছি। আমার ছেলের জীবনের বিনিময়ে কোন রাজনীতি চাইছি না। তাই চেক নিই নি। এখানে তৃণমূল কংগ্রেসের চাপের কোন প্রশ্ন নেই।’


Like Us On Facebook